Image

তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল

তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল

তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে এবং ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান ‘দি প্লাস্টিসিটি’র পৃষ্ঠপোষকতায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জেপিএল) এর সপ্তম আসরের ফাইনাল ম্যাচ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা করে ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ১ রানের ব্যবধানে জয় লাভ করে সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন, যারা জেপিএল সিজন সেভেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৌশিক, আর ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তুষার। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোজাম্মেল হাবিবুল্লাহ ও লিটন আহমেদ।

২৫ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৫টি দল—ভাকুম সমাজ কল্যাণ পরিষদ, নয়াপাড়া গাজিন্দা একাদশ, দশানি টাইগার্স, সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন এবং দেউলি সুপার কিংস। বাছাই পর্ব শেষে দুই ফাইনালিস্ট দল নির্ধারিত হয়।

জেপিএল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় এবং সভাপতি মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল এবং সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সায়ান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান সাঈফ, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম মো. আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু এবং জয়মন্টপ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সুব্রত কুমার নিক্কনসহ প্রায় ১০ হাজার স্থানীয় ক্রীড়াপ্রেমী।

দিনশেষে বিকেল ৬টায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামে এবারের জেপিএল আসরের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three