Image

এক বছরের নিষেধাজ্ঞায় ইংলিশ পেসার কিথ বার্কার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এক বছরের নিষেধাজ্ঞায় ইংলিশ পেসার কিথ বার্কার

এক বছরের নিষেধাজ্ঞায় ইংলিশ পেসার কিথ বার্কার

এক বছরের নিষেধাজ্ঞায় ইংলিশ পেসার কিথ বার্কার

নিষিদ্ধ পদার্থ ব্যবহারের অভিযোগে কিথ বার্কারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে এই শাস্তি পেয়েছেন হ্যাম্পশায়ারের ক্রিকেটার কিথ বার্কার। আগামী ৪ জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের বাঁহাতি পেসার কিথ বার্কারকে। শরীরে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি থাকায় বার্কারকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত গ্রীষ্মের মৌসুমে নিয়মিত ডোপ পরীক্ষায় ৩৮ বছর বয়সী বার্কারের শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তার শাস্তির মেয়াদ শুরু গত বছরের জুলাই থেকে। সে সময় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। 

পরবর্তীতে গত ৫ মার্চ এক শুনানিতে ইসিবির ডোপিং-বিরোধী দুটি নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেন বার্কার। আগামী ৪ জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

ইউকে অ্যান্টি-ডোপিং (ইউকেএডি) নিশ্চিত করেছে যে, এই বছরের ৫ মার্চ শুনানির পর, বার্কারকে ১২ মাসের জন্য পুরনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ৪ জুলাই থেকে ক্রিকেটে ফিরে আসতে পারবেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের গত মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে চার ম্যাচ খেলে ১৬ উইকেট নেন বার্কার, গড় ২৪.৩৭। এখন পর্যন্ত ১৬৭ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৩৩ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ছয়টি সেঞ্চুরি সহ প্রায় ৫,৫০০ প্রথম-শ্রেণীর রান করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three