বিশ্বকাপে খেলবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল
বিশ্বকাপে খেলবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল
হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। আসন্ন এই বিশ্বকাপ আসর বসবে পাকিস্তানে।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, "বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের জন্য এক গর্বের সংবাদ! সম্প্রতি পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল কর্তৃক আমাদের দলকে প্রথম হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই ঐতিহাসিক বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদ শহরে। আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল, যারা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল-এর প্রতিষ্ঠাতা সদস্য।
এই বিশ্বকাপে মোট ৮টি দেশ অংশগ্রহণ করবে – পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।"
তবে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এজন্য বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানানো হয়েছে হুইলচেয়ার দলের পাশে দাঁড়ানোর এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করার।