পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির ‘ফজল মেহমুদ ক্যাপ’ এখন রিশাদের মাথায়

পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির ‘ফজল মেহমুদ ক্যাপ’ এখন রিশাদের মাথায়
পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির ‘ফজল মেহমুদ ক্যাপ’ এখন রিশাদের মাথায়
পিএসএল খেলতে গিয়ে রীতিমতো উড়ছেন রিশাদ হোসেন, প্রথম ম্যাচের পর আবার পেলেন ৩ উইকেট। এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর রিশাদ ফজল মেহমুদ ক্যাপ গ্রহণ করেছেন।
লাহোর কালান্দার্সের হয়ে দুই ম্যাচেই পেয়েছেন ৩টি করে উইকেটের দেখা। আর তাতেই পিএসএলে শীর্ষ উইকেট শিকারির প্রতীক মেরুন রংয়ের ‘ফজল মেহমুদ ক্যাপ’ এখন রিশাদের মাথায়।
গতরাতে করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের ব্যবধানে জিতেছে লাহোর। এই ম্যাচেও দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।
২ ম্যাচে ৬ উইকেট পাওয়া রিশাদই পিএসএলের এবারের আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। সমান ম্যাচে ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে আররারের চেয়ে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদকেই উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে রাখা হয়েছে।