Image

প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৫০ সেঞ্চুরি এনামুল হক বিজয়ের। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি। 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবেই আজ ‘৫০’ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন বিজয়। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তাঁরই।

ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পেয়েছেন আজ সর্বশেষ সেঞ্চুরিটি। অপরাজিত ১১০ রানের ইনিংসটা লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুলের ২৩তম সেঞ্চুরি। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে যে সেঞ্চুরিটি স্বীকৃত ক্রিকেটে তাঁর ৫০তম।

৫০ সেঞ্চুরির মাত্র ৩টিই এনামুল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিনটি সেঞ্চুরিই ওয়ানডেতে করেছেন জাতীয় দলের হয়ে ৭৪টি ম্যাচ খেলা এনামুল।  তবে পুরো ক্যারিয়ারের প্রথম শ্রেণির ক্রিকেটেই সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরি পেয়েছেন এনামুল।

বিকেএসপিতে এদিন ম্যাচেও জয় পায় এনামুলের গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করে লিজেন্ডস অব রূপগঞ্জের সংগ্রহ করা ২২৩ রান বিজয়ের দল টপকায় ৯ ওভার ও ৭ উইকেট হাতে রেখে। ১০৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বিজয় ১০ বাউন্ডারির সাথে হাঁকান এক ছক্কা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three