Image

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সিলেটে উড়ছে জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সিলেটে উড়ছে জিম্বাবুয়ে

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সিলেটে উড়ছে জিম্বাবুয়ে

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সিলেটে উড়ছে জিম্বাবুয়ে

সিলেট টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ ১৯১ রানে অলআউট। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে বাংলাদেশের চরম ব্যাটিং ব্যর্থতা। নাজমুল হোসেন শান্তর দল ৬১ ওভারের বেশি খেলতে পারেনি প্রথম ইনিংসে। এরপর ব্যাটিংয়ে নেমে ব্রায়ান বেনেট, বেন কুরানের ব্যাটে জিম্বাবুয়ের দারুণ শুরু। চাপে থেকে দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। 

২০২৫ সালে প্রথমবার টেস্ট খেলতে নেমে ব্যাকফুটে স্বাগতিক দল। বোলিংয়ের পরে ব্যাট হাতে দাপট দেখিয়ে প্রথম দিন নিজেদের করে নিল ক্রেইগ আরভিনের দল। বিনা উইকেটে ৬৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে, পিছিয়ে ১২৪ রানে। হাতে ১০ উইকেট নিয়েই কাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন দুই ওপেনার।  

সকালে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং বেছে নিয়ে এখন নিশ্চিতভাবেই অস্বস্তিতে। জিম্বাবুয়ের বোলারদের সামনে স্বাগতিক ব্যাটিং অর্ডার ৬১ ওভার খেলতেই গুটিয়ে গেছে। ভালো শুরু পেয়েছিলেন বেশ কয়েকজন ব‍্যাটসম‍্যান কিন্তু কেউই পারেননি ইনিংস বড় করতে। ১৯১ রানে থামল বাংলাদেশের প্র্রথম ইনিংস। মুজারাবানি, মাসাকাদজার শিকার ৩টি করে উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ব্রায়ান বেনেট, বেন কারেনের ব্যাটে জিম্বাবুয়ের দারুণ শুরু। 

নিজেরা অল্পতে গুটিয়ে গেলেও শেষ বিকেলে বেন কারেন ও ব্রায়ান বেনেটকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি টাইগাররা। চরম অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। ব‍্যাটিংয়ের পর দিনের শেষ বেলায় বোলিংয়েও ব‍্যর্থ বাংলাদেশ। 

সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ৬৭। ব্রায়ান বেনেট ৪০ ও বেন কারেন ১৭ রানে ব‍্যাট করছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three