Image

বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি

বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি

বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিএসএ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় সংগঠনটির আগামী দুই বছরের নেতৃত্ব।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সারফুদ্দিন আহমেদ (সাজু)। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিসিএসএ'র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী জামান সনেট ও আলতামিশ নাবিল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম কামরুল আলম রিপন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শিহাব আহসান খান। কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. রাফসানজানি রানা।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: সাজ্জাদুর রহমান শাওন, অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ।

নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে বিসিএসএ'র নেতৃত্বে থাকবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three