১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যেখানে হবে খেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যেখানে হবে খেলা

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যেখানে হবে খেলা

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যেখানে হবে খেলা

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্বাক্ষী হতে চলেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পমোনায় অবস্থিত ফেয়ারগ্রাউন্ড। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এখানেই অনুষ্ঠিত হবে ক্রিকেট প্রতিযোগিতা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড ক্রিকেটের জন্য দল সংখ্যা ও খেলোয়াড় কোটার ঘোষণা দেয়। পুরুষ ও নারী উভয় বিভাগের টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে। প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত হয়েছে ৯০ জনের খেলোয়াড় কোটো অর্থাৎ প্রতি দলে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় রাখার সুযোগ থাকবে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by LA 2028 (@la28games)

আইসিসির চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, "লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের ভেন্যু নির্ধারণ হওয়া প্রস্তুতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অলিম্পিকে নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। এটি আমাদের জন্য দারুণ সুযোগ।"

তিনি আরও বলেন, "আমি আইসিসির পক্ষ থেকে এলএ২৮ এবং আইওসিকে ধন্যবাদ জানাই এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করে এই আয়োজন সফল করতে আমরা আগ্রহী।"

২০২৩ সালের অক্টোবর মাসে আইওসি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়, সঙ্গে আরও পাঁচটি নতুন খেলাও যুক্ত হয় বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস (সিক্সেস), স্কোয়াশ ও ক্রিকেট।