পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
২০২৫ নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের কাছে হেরে এখন ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচের ফলের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য।
লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে টাইগ্রেসরা গুটিয়ে যায় মাত্র ১৭৮ রানে। ৩ উইকেট হারিয়ে ৬২ বল আগে ওই রান তাড়া করে ফেলে পাকিস্তান।
স্বাগতিক পাকিস্তানকে হারাতে পারলে বাছাইয়ের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট পেত লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নিগার সুলতানার দলের স্বস্তি আসেনি, টানা দুই পরাজয়ে এখন অপেক্ষায় থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফলের দিকে।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বে খেলার খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে নিগার সুলতানার দলের। আজ শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারের পর আরও অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন রিতু মনি। শেষদিকে একা হাতে লড়াই চালিয়ে ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪৪ রানে। এর আগে তিনে নামা শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান। ফিফটি বিহীন ইনিংসে বাংলাদেশ শেষ অবদি ৯ উইকেট হারিয়ে রান জমা করতে পারে ১৭৮।
স্বাগতিক পাকিস্তানকে রুখে দেওয়ার জন্যে এই রান মোটেও যথেষ্ট হয়নি বাংলাদেশের। শুরুর ওভারেই অবশ্য মারুফা আক্তার ফিরিয়ে দেন ওপেনার শাওাল জুলফিকারকে। এরপর ৮০ রানের জুটি গড়েন মুনিবা আলি ও সিদ্রা আমিন। ব্যক্তিগত ৩৩ রানে সিদ্রার বিদায়ে ভাঙে জুটি, ফিফটি হাঁকানো মুনিবা উইকেট হারান নামের পাশে ৬৯ রান রেখে। আলিয়া রিয়াজ ফিফটি হাঁকিয়ে ১০.২ ওভার আগেই দলকে জিতিয়ে দেন ৭ উইকেটে।
