Image

নতুন নেতৃত্বে বিএসজেএ: সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নতুন নেতৃত্বে বিএসজেএ: সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

নতুন নেতৃত্বে বিএসজেএ: সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

নতুন নেতৃত্বে বিএসজেএ: সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)-এর ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত হয় সংগঠনটির ২০তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সভায় সভাপতিত্ব করেন বিএসজেএ’র সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান। নির্বাচন শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মো. শফিকুল করিম সাবু।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাগোনিউজ ডটকমের আরিফুর রহমান বাবু। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের এস এম সুমন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত সহ-সভাপতি হয়েছেন রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি) ও আরিফুল ইসলাম রনি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), আর অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মন্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিংবিডি) ও আতিফ আজম (দ্য ডেইলি সান)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three