বছরে দ্বিতীয়বারের মতো উসমান তারিকের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ

বছরে দ্বিতীয়বারের মতো উসমান তারিকের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ
বছরে দ্বিতীয়বারের মতো উসমান তারিকের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ
পাকিস্তান সুপার লিগের চলমান আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অফ-স্পিনার উসমান তারিককে আবারও সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট করা হয়েছে।
রবিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও ক্রিস ব্রাউন তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন। ম্যাচটিতে কোয়েটা বড় ব্যবধানে ৭৯ রানে পরাজিত হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, "কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের স্পিনার উসমান তারিককে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট করেছেন মাঠের আম্পায়াররা।"
নিয়ম অনুযায়ী, উসমান আপাতত পিএসএলের পরবর্তী ম্যাচগুলোতে বল করতে পারবেন। তবে আবার রিপোর্ট হলে তাকে বোলিং থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে ছাড়পত্র নিতে হবে।
এর আগেও ২০২৪ সালের মার্চে পিএসএলে অংশ নেওয়ার সময় সন্দেহজনক অ্যাকশনের জন্য তাকে রিপোর্ট করা হয়েছিল। তবে পাঁচ দিনের মধ্যে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পরীক্ষার পর তিনি ক্লিয়ার হন।
উসমানের বোলিং অ্যাকশন সাধারণ অফ-স্পিনারদের মতো নয়। তিনি বল ছাড়ার আগে এক মুহূর্ত থেমে গিয়ে সাইড-আর্ম অ্যাকশনে বল ডেলিভারি করেন।
রবিবারের ম্যাচে তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন।আউট করেন সিকান্দার রাজাকে। তবে লাহোর প্রথম ইনিংসে ২১৯ রান তুলে নেয়। জবাবে কুয়েটা ২৮ রান করা কুশাল মেন্ডিস ও ৪৪ রান করা রাইলি রুশোর চেষ্টা সত্ত্বেও লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়।