Image

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

কৈশোরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ক্রিকেটার হিসাবে রেজিষ্ট্রেশন ও করে ফেলেছিলেন। কিন্তু এসএসসি, এইচএসসি পরীক্ষা সহ জীবনের না না বাস্তবতায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি আসিফের, হয়েছেন গায়ক। তবে এত বছর পরে এসেও ভুলে যাননি নিজের ক্রিকেট স্বত্বাকে। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটার হিসাবে নিবন্ধনের ছবি প্রকাশ করেছেন আসিফ আকবর, লিখেছেন দীর্ঘ একটি পোস্ট। পোস্টটি সম্পূর্ণ এখানে তুলে ধরা হলো-

"ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কৈশোরের উচ্ছ্বল সময়টায়। এসএসসি পরীক্ষার সময়ই ঢাকা লীগে অভিষেক হয়ে যেত, বাঁধা হয়ে দাঁড়ালো বোর্ড পরীক্ষা। কুমিল্লার প্লেয়ারদের চিটাগং লীগে খেলতে হলে ঢাকার আগে সেখানে রেজিস্ট্রেশন করতে হতো, তখন সুযোগ এসেছিল বাংলাদেশ বিমানে রেজিস্ট্রেশনের। এভাবে গেল আরো একটি বছর, সফলতার সাথে চিটাগং লীগ খেললাম বার্ডস শিপিং কর্পোরেশনে। ৯১/৯২ সেশনে এসে আবার খড়গ নেমে এলো এইচএসসি পরীক্ষার, প্রেম করে বিয়ে করে ফেললাম ৯২ সালে। 

তারপর অনার্স পড়তে গিয়ে ঢাকায় প্রতিষ্ঠার রণে ভঙ্গ দিতেই হলো। একই সাথে হারিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের সুযোগ এবং ইচ্ছেটাও। পড়াশোনা, সংসার, সন্তান আর প্রতিষ্ঠা পাবার সংগ্রামে কেটে গেল আরো বেশ কিছু বছর। দূঃসহ সব সময় পেরিয়ে প্রতিষ্ঠা পেলাম গানে, অথচ এই গানের জায়গাটাতেই আমি সবচেয়ে বেশী দূর্বল। 

দীর্ঘদিন পর ক্রিকেট পাগল বন্ধু আসাফ এর মাধ‍্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার। আসাফ অনেক চেষ্টার পর হোয়াটসঅ‍্যাপে আমাকে ফিরিয়ে দিয়েছে ক্রিকেটার পরিচয়পত্র। কৈশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেলেও এই ছোট্ট পরিচয়পত্রটি আপ্লুত করেছে আমায়, মনে হলো বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে। বাংলাদেশ ক্রিকেটে আমার আইডি নাম্বার- ৩৩৮৯। ভাই বন্ধু আসাফের প্রতি অসীম কৃতজ্ঞঁতা, ক্রিকেট নিয়ে দীর্ঘ আড্ডায় আমাদের ছবিই তোলা হয়নি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three