বাংলাদেশকে কিছুটা ভয় দিতে আমরা সক্ষম: ক্রেইগ আরভিন

বাংলাদেশকে কিছুটা ভয় দিতে আমরা সক্ষম: ক্রেইগ আরভিন
বাংলাদেশকে কিছুটা ভয় দিতে আমরা সক্ষম: ক্রেইগ আরভিন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সব দিক থেকেই জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে টাইগাররা। তবে শঙ্কার বিষয় সাম্প্রতিক টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের। সবশেষ ৪ টি টেস্টেই পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
এবার ঘরের মাঠে আরো একটি টেস্ট ম্যাচ এজন্যই জেগেছে শঙ্কা। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন খুব একটা ভাবছেন না বিষয়টা নিয়ে। তিনি বলেন,
"আসলে আমার মনে হয় না আমরা এসব সমীকরণ দেখেছি। আমাদের নিজেদের প্রক্রিয়াতে কাজ করতে হবে। নিজেদের শক্তি নিয়ে কাজ করতে হবে এবং তা কাজে লাগাতে হবে। পেসারদের সাহায্য থাকতে পারে কালকে। ফলে সেটা কাজে লাগাতে হবে আমাদেরকে। মোমেন্টাম পেতে হবে।"
অবশ্য বাংলাদেশের চেয়েও বাজে অবস্থা জিম্বাবুয়ের। তাদের জয় নেই শেষ ১০ ম্যাচে। তবুও এই সিরিজে তরুনদের উপর আস্থা রাখতে চায় ক্রেইগ আরভিন,
"আমাদের সময়টা ভালো যাচ্ছে না টেস্টে। তবে সামনে আমাদের অনেক টেস্ট খেলা রয়েছে। বিষয়টা বেশ রোমাঞ্চকর। এত ম্যাচ থাকায় ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপার থাকে। এখানে যে দলটা এসেছে তারা বেশ তরুণ। কয়েকজনের আগে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। সময়ের সাথে সাথে তারা আরও পরিণত হয়ে উঠবে বলে আশা করছি। তাদের জন্যও ব্যাপারটা রোমাঞ্চকর।"
বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের রাইভালরি আছে জানিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, "অনেক রাইভালরি ছিল সবসময়। বাংলাদেশে খেলাটা হয়ত কিছুটা কঠিন আমাদের জন্য। তবে আমরা বিশ্বাস করি আমাদেরও সুযোগ আছে। এখন যে গ্রুপটা আছে আমাদের, আমরা বিশ্বাস করি (বাংলাদেশের মনে) কিছুটা ভয় জাগিয়ে দিতে আমরা সক্ষম।"