Image

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে আসছে একাধিক নতুন মুখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে আসছে একাধিক নতুন মুখ

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে আসছে একাধিক নতুন মুখ

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে আসছে একাধিক নতুন মুখ

প্রতীক্ষিত ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তি তালিকা দ্রুতই প্রকাশ পেতে যাচ্ছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, কয়েকটি ব্যতিক্রম ছাড়া তালিকায় বড় কোনো চমক নেই। তবে বোর্ড কিছু ক্রিকেটারের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখাতে পারে, যারা পূর্ণ যোগ্যতা না পেলেও চুক্তির আওতায় আসতে পারেন।

সেই তালিকার শীর্ষে রয়েছেন বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। চলতি আইপিএল-সহ সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি নজর কেড়েছেন। ধারণা করা হচ্ছে, তাকে গ্রেড সি-তে অন্তর্ভুক্ত করা হবে, যার বার্ষিক রিটেইনারশিপ ১ কোটি রূপি।

বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির নীতিমতে, "যেসব খেলোয়াড় নির্ধারিত সময়ে অন্তত ৩টি টেস্ট বা ৮টি ওডিআই বা ১০টি টি-টোয়েন্টি খেলেন, তারা গ্রেড সি-তে প্রো-রাটা ভিত্তিতে অন্তর্ভুক্ত হন।" অভিষেক এ পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন, যার মধ্যে ১২টি নির্ধারিত সময়সীমার মধ্যে পড়েছে (সাধারণত অক্টোবর থেকে সেপ্টেম্বর)।

অভিষেক ছাড়াও, তালিকায় যুক্ত হতে পারেন ২১ বছর বয়সী অলরাউন্ডার নীতিশ রেড্ডি। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির সব টেস্ট খেলেছেন, যার মাধ্যমে তিনি চুক্তির জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছেন।

তালিকায় থাকতে পারেন হার্শিত রাণাও। যদিও তিনি আলাদাভাবে কোনো ফরম্যাটে নির্ধারিত ম্যাচ খেলেননি (২ টেস্ট, ৫ ওডিআই, ১ টি-টোয়েন্টি), তবে সম্মিলিতভাবে তার পারফরম্যান্স বিবেচনায় রাখা হতে পারে।

এছাড়াও, ৪ ওডিআই এবং ১৮ টি-টোয়েন্টি খেলা ভরুণ চক্রবর্তীকেও কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। আবার সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়াস আইয়ারও ফিরছেন চুক্তির তালিকায়।

এদিকে, রোহিত শর্মা, ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা আগের মতোই এ-প্লাস (A+) গ্রেডে থাকবেন। তালিকার গ্রেডিংয়ে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, সামান্য দুই-তিনটি নাম এদিক-সেদিক হতে পারে।

চুক্তির তালিকার সঙ্গে ভারতীয় দলের সহকারী স্টাফেও কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। সব সিদ্ধান্ত সম্প্রতি চূড়ান্ত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three