Image

বাংলাদেশ সফরে অনিশ্চিত ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত ভিরাট কোহলি

বাংলাদেশ সফরে অনিশ্চিত ভিরাট কোহলি

বাংলাদেশ সফরে অনিশ্চিত ভিরাট কোহলি

সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত। ওয়ার্কলোড ম্যানেজের জন্য আসন্ন বাংলাদেশ সফর মিস করতে পারেন ভারতের সবচেয়ে বড় তারকা ভিরাট কোহলি।

আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ড সিরিজের ঠিক পরেই বাংলাদেশে আসবে ভারতীয় দল। তাই বিসিসিআইয়ের টিম ম্যানেজমেন্টের ভাবনায় ওয়ার্কলোড। বাংলাদেশের বিরুদ্ধে এই আসন্ন সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ভারত। নজর থাকবে সাই সুদর্শন, অভিষেক শর্মাদের উপর।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা কম ভিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার। তাঁরা আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন। তবে ওডিআই সিরিজ না খেললে, বাংলাদেশ সফর থেকে ছুটি পাবেন তাঁরা। 

অন্যদিকে জাসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ, সেই সময় দুই সিরিজের মাঝে মাত্র ২ সপ্তাহের বিরতি থাকে, আর এই কম বিরতিতে বুমরাহকে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না বিসিসিআই।

সিনিয়রদের অনুপস্থিত ছাড়াও শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলরাও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ মাসের সফরের পর তাঁদের বিশ্রাম দেওয়া হবে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তাঁরা।

ভারতে এখন আইপিএলের মৌসুম। মে মাসের ২৫ তারিখ পর্যন্ত চলবে ১০ দলের এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ। আইপিএলের পর্ব মিটলেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ খেলার জন্য ইংল্যান্ড যাবেন রোহিত-কোহলিরা। এরপর বাংলাদেশ সফর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three