এনামুল বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে হারাল খুলনা
এনামুল বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে হারাল খুলনা
এনামুল বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে হারাল খুলনা
এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা ডিভিশন পেল টানা ৪ হারের স্বাদ। এনামুল হক বিজয়ের অপরাজিত সেঞ্চুরির ইনিংসে খুলনা এদিন ঢাকা বিভাগকে হারাল ২১ রানে। ৫ ছক্কা ও ১০ চারে শতক পূর্ণ করা বিজয়ের হাতেই উঠল ম্যাচ সেরার পুরস্কার। দুই হারের পর অবশেষে জিতল নুরুল হাসান সোহানের দল।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডিভিশনের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় খুলনা। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ৪১ রান। ব্যক্তিগত ১৪ রানে নাজমুল ইসলাম অপুর বলে লেগ বিফোরের ফাঁদে বিদায় নেন কায়েস। আর তাতেই ভাঙে এই জুটি।
এরপর আজিজুল হাকিম তামিমের উইকেটও দখলে নেন নাজমুল অপু। ঠিক একইভাবে তামিমকেও বিদায় করেন লেগ বিফোরে। মোহাম্মদ মিঠুন হয়েছেন ডাক। তবে আরেক প্রান্তে একা হাতে তান্ডব চালিয়ে যান এনামুল হক বিজয়। ১১.২ তম ওভারে মিঠুন আউট হলে এরপর বিজয়ের সঙ্গী হন নুরুল হাসান সোহান।
৬৬ বলে শতক ছুঁয়ে বিজয় মাঠ ছাড়েন নামের পাশে ১০১ রান নিয়ে। তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক সোহান ২৩ বলে খেলেছেন ৩৪ রানের ক্যামিও। ২ ছক্কা ও ১ চারে সাজান এই ইনিংস। আর তাতেই বোর্ডে ৩ উইকেটে খুলনার রান ১৮০।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ঢাকা। ১২ রানে প্রথম উইকেট, ২১/২, এরপর দলীয় ৩২ রানে তারা হারায় ৩য় উইকেট। জাওয়াদ আবরার ১০ বল খেলে করেছেন ১১। আরেক ওপেনার রনি তালুকদার ৭ রানে নিয়েছেন বিদায়। তিনে নামা অধিনায়ক সাইফ হাসান আউট হয়েছেন ১৩ বলে ১০ করে।
দ্রুত টপ অর্ডার হারিয়ে বসা ঢাকা অবশ্য এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অংকন ঝড়ো ব্যাটিংয়ে কমিয়েছেন কেবল হারের ব্যবধান। ফিফটি হাঁকিয়ে তাইবুর অপরাজিত থাকেন ৬৩ রানে। ২৩ বল খেলা মাহিদুল অংকনের ব্যাট থেকে আসে ৪৩ রানের ক্যামিও। শেষ অবদি ৪ উইকেট হারিয়ে ঢাকার ইনিংস থামে ১৫৯ রানে। ২১ রানের রোমাঞ্চকর জয় তুলে নিল খুলনা বিভাগ।