Image

মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ১২০ রানের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 21 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ১২০ রানের জয়

মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ১২০ রানের জয়

মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ১২০ রানের জয়

নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে সেমিফাইনালে পৌছে গেলো বাংলাদেশ। আগে ব্যাট করে ট্রাইগ্রেসরা ১৪৯ রান করলে জবাব দিতে নেমে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া নারী ক্রিকেট দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাদিয়া আক্তার। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন ফাহমিদা ছোঁয়া এবং ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ছোঁয়া। ইভা করেন ১৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেন জান্নাতুল মাওয়া। অধিনায়ক সুমাইয়া করেন ১২ রান। শেষ দিকে সাদিয়া আক্তারের ১৯ বলে ৩১ রানের ক্যামিওতে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিশিতা আক্তার ও হাবিবা ইসলামের বোলিং আক্রমণে ক্রিজে সেট হতেই পারেনি মালয়েশিয়ার নারীরা। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১ রান যোগ করতেই আবারো ঘটে উইকেটের পতন।

মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মালয়েশিয়া। তারপর ক্রমাগত উইকেট হারিয়ে ১৪.৫ ওভাডে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিন্তি। শূন্য রানে আউট হন ৩ ব্যাটার, ১ রানে ৪ জন। ২ রান করেন ১ জন এবং ৩ রান ২ জন। 

বাংলাদেশের হয়ে৩ রান খরচা করে ৫ টি উইকেট শিকার করেন নিশি। ৩ টি পান হাবিবা এবং ২ টি আনিসা আক্তার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three