আফগানিস্তানের টেস্ট দলে ফিরলেন রাশিদ খান, প্রায় চার বছর পর খেলবেন লাল বলের ক্রিকেট
আফগানিস্তানের টেস্ট দলে ফিরলেন রাশিদ খান, প্রায় চার বছর পর খেলবেন লাল বলের ক্রিকেট
আফগানিস্তানের টেস্ট দলে ফিরলেন রাশিদ খান, প্রায় চার বছর পর খেলবেন লাল বলের ক্রিকেট
প্রায় চার বছর পর আফগানিস্তানের টেস্ট ক্রিকেটে ফিরছেন তারকা স্পিনার রাশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজের জন্য তাকে আফগানিস্তানের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাশিদ খান সর্বশেষ ২০২১ সালের মার্চে আবু ধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এরপর লাল বলের ক্রিকেটে তিনি আর খেলেননি। তবে এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ফেরার অপেক্ষায় আছেন ২৬ বছর বয়সী এই স্পিনার। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য তাকে ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।
সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলা রাশিদ এখন পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন। এ পর্যন্ত এই ফরম্যাটে তার সংগ্রহ ২২.৩৫ গড়ে ৩৪টি উইকেট।
রাশিদ খানের ফেরা আফগানিস্তানের টেস্ট স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে। এই স্কোয়াডে সাতজন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন টপ অর্ডার ব্যাটার সেদিকুল্লাহ আতাল, পেস বোলিং অলরাউন্ডার ইসমত আলম এবং বাঁহাতি স্পিনার জহির শেহজাদ। তারা প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল রাশিদ খানের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আফগানিস্তান স্কোয়াড জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফর্ম করার জন্য প্রস্তুত।
রাশিদ খানের দলে ফেরাকে উল্লেখ করে সুলিমানখিল বলেন, "রাশিদ খানের টেস্ট স্কোয়াডে ফেরা আমাদের লাল বলের ক্রিকেটের জন্য ইতিবাচক ইঙ্গিত।"
তিনি আরও বলেন, "দলের বাকি সদস্যরা সম্প্রতি নাঙ্গারহার প্রদেশে ভালো প্রস্তুতি সম্পন্ন করেছে। সেখানে ১৯ জন খেলোয়াড় এবং সব সাপোর্ট স্টাফদের নিয়ে একটি প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আমরা শিবিরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াড নির্বাচন করেছি। স্কোয়াডে নতুন মুখ হিসেবে ইসমত আলম, বশির আহমদ এবং জহির শেহজাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আহমদ শাহ আব্দালি এফসি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে।"
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান টেস্ট স্কোয়াড:
হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইকরাম আলি খিল (উইকেটকিপার), আফসার জাজাই (উইকেটকিপার), রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রহমান আকবর, জহির শেহজাদ, রাশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমদ আফগান, নাভিদ জাদরান, ফরিদ আহমাদ মালিক।
রিজার্ভ:নাসির জামাল, জিয়া উর রহমান শরিফি, ইব্রাহিম আব্দুররহিমজাই
জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, বুলাওয়ে
দ্বিতীয় টেস্ট: ২-৬ জানুয়ারি, বুলাওয়ে।