'লিটনের নেতৃত্ব নিয়ে কথা বলার এখন আর্দশ সময় না'
'লিটনের নেতৃত্ব নিয়ে কথা বলার এখন আর্দশ সময় না'
'লিটনের নেতৃত্ব নিয়ে কথা বলার এখন আর্দশ সময় না'
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন লিটন কুমার দাস। তবে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছেনা লিটনের। ক'দিন আগেই ওয়ানডে সিরিজে দিয়ে গেছেন টানা ব্যর্থতার পরিচয়। তারপরেও টি-টোয়েন্টি সিরিজে লিটনকে অধিনায়কত্বে অবাক হয়েছেন অনেকেই।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটনের ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে লিটনের নেতৃত্ব নিয়ে কথা বলার এখন আর্দশ সময় না।
"আমরাও বুঝতে পারছি লিটন দাসের কাছ থেকে দল যা আশা করে যে মাপের ব্যাটার তিনি সেভাবে সাদা বলে তিনি মোটেই ধারাবাহিক নন। সিরিজ নির্ধারণী ম্যাচেও কিন্তু তাকে দলের বাইরে রেখেছিলাম। বর্তমানে টি-টোয়েন্টির অধিনায়ক, সিরিজ চলছে। বিস্তারিতভাবে কথা বলার এটা আদর্শ সময় না।"
তবে লিটনের আউট নিয়ে চিন্তিত বলে জানিয়ে লিপু বলেন, "তবে আমরা অবশ্যই চিন্তিত তার আউট হওয়ার ধরন নিয়ে। যদি সেখানে কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। সাময়িক বিরতির জন্য কোচরা আছেন। সামনে আরও ২ ম্যাচ আছে, সেখানে ফিরে আসতে পারলেও ভালো।"
লিটনকে ইঙ্গিত করে ফর্মহীন ক্রিকেটার কি করে বাংলাদেশের অধিনায়ক হন এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন, "হয়ত স্বল্প মেয়াদে করা হয়েছে। বোর্ডের হাতেও বিকল্প ছিল না। দিনশেষে বিজয়ী দলের অধিনায়ক হিসেবে আশা করা যাচ্ছে অনুপ্রাণিত করবে।"
বাংলাদেশ ম্যাচ জিততেও এ ম্যাচেও দেখা গেছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। এ প্রসঙ্গে আশরাফ হোসেন লিপু বলেন,
"কারণ খোঁজা হচ্ছে। সেটাই টিম ম্যানেজমেন্ট খুঁজছে। উপর থেকে যদি আমাদের ব্যাটিংয়ের এই বিপর্যয়টা না হত, যেটা পাকিস্তান সিরিজ থেকে চলছে কমবেশি। মিডল অর্ডার আমি বলব এই সিরিজে অনেক ভালো খেলেছে। না হলে হয়ত আরও খারাপ কিছু হতে পারত। এটা নিয়ে নিশ্চয়ই কোচরা কাজ করছে। চোটের কারণে সেরা কিছু ক্রিকেটারকে পাইনি এটাও সত্য। কোচরা নিশ্চিতভাবে এগুলো নিয়ে কাজ করছে।"