বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা পাঁচ জয়
বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা পাঁচ জয়
বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা পাঁচ জয়
এনসিএল টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের ফাইফার গড়ল রংপুর বিভাগ। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরও শক্ত করে বসলো আকবর আলির দল। আজ সকালের ম্যাচে বরিশাল বিভাগকে মাত্র ১০৮ রানে গুঁড়িয়ে দিয়ে রংপুর ম্যাচ জিতল ৭ উইকেটে।
সিলেটের আউটার গ্রাউন্ডে সকালের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা বরিশাল বিভাগ নির্ধারিত ওভার শেষের আগেই গুটিয়ে গেছে মাত্র ১০৮ রানে। রংপুরের পেসার মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটের জয় পেতে ১৭.৫ ওভারের বেশি লাগেনি রিজওয়ান, আকবরদের। টানা পাঁচ জয়ে এনসিএলে রীতিমতো উড়ছে রংপুর।
বরিশালকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিতে বল হাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন রংপুরের আলাউদ্দিন বাবু। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। এছাড়া পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নেন জোড়া উইকেট।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই তানভীর হায়দারকে হারায় রংপুর। তিনে নামা নাইম ইসলামের ব্যাট থেকে আসে ১৬ রান। তবে এদিন ব্যাট হাতে আলো ছড়ালেন রংপুরের ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ফিফটি হাঁকিয়ে আউট হন ব্যক্তিগত ৫৩ রানে।
শেষদিকে আবদুল্লাহ আল মামুন ও অধিনায়ক আকবর আলি মিলে রংপুরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মামুন অপরাজিত থাকেন ২১ রানে। আকবরের ব্যাট থেকে ১৪ বলে আসে ১৬ রান।