Image

ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী

ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী

ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের জয়ের নায়ক শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে অপরাজিত ২৬ রান করার পর ৪ ওভার বোলিং করে ১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শুরুতেই ধ্বস নামিয়েছিলেন স্বাগতিকদের ইনিংসে।

ম্যাচ সেরা হয়ে ম্যাচের পর নিজের বোলিং নিয়ে মেহেদী বলেন, "আমি সোজা উইকেট বরাবর বল করার চেষ্টা করেছি। প্রসেস ঠিক রাখতে কাজ করছি। আমি এই উইকেটটি উপভোগ করেছি। আমি এর আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি। যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।"

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে রান করেছেন মেহেদী। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়েন মেহেদী। ব্যাট হাতে করেন ২৪ বলে অপরাজিত ২৬ রান। তার ইনিংসে ছিলো ২ টি চার ও ১ টি ছক্কা।

শামীমের সাথে জুটি প্রসঙ্গে শেখ মেহেদী বলেন, "শামীম খুব ভালো ইনিংস খেলেছে। তার ইনিংসটি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি শামীমের সাথে জুটি গড়তে যথাসাধ্য চেষ্টা করেছি।"

এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য আগামী ১৮ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three