সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই আফিফ
সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই আফিফ
সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই আফিফ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের দল এগিয়ে ১-০ ব্যবধানে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত জানান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে সেরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর জায়গায় খেলছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হচ্ছে দুই দলের মাঠের লড়াই। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নেই আফিফ হোসেন ধ্রুব, তার জায়গায় ফিরলেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ নামছে অপরিবর্তিত দল নিয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪৭ রান করে লিটন দাসের দল। রান তাড়ায় শেষ ওভারে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ বার হেরেছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৯টি টি-টোয়েন্টিতে খেলে হেরেছে ৪টি।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড।