Image

টিম সাউদির বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টিম সাউদির বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

টিম সাউদির বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

টিম সাউদির বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

অবশেষে জয়ের দেখা পেল স্বাগতিক নিউজিল্যান্ডে। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে ৪২৩ রানে হারিয়ে দিল কিউইরা। ইতিহাসগড়া জয়ে টিম সাউদির বিদায় স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড। 

৪২৩ রানে টেস্ট জিতল নিউজিল্যান্ড। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। এর আগে শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়েছিল কিউইরা, ২০১৮ সালে ক্রাইস্টচার্চ টেস্টে।

নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ জিতলেও সিরিজ জিতেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে বেন স্টোকসের দল আগেই নিশ্চিত করেছিল সিরিজ জয়। তবে জয় দিয়েই সাদা পোশাকের ফরম্যাটকে বিদায় বললেন কিউই তারকা টিম সাউদি। 

সাউদির বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের। হ্যামিল্টনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা প্রথম ইনিংসে অলআউট হয় ৩৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুঁড়িয়ে যায় মাত্র ১৪৩ রানে। প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৪ রানের বড়সড় লিড নিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান তোলে। 

ফলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫৮ রানের। তবে চতুর্থ দিনে খেলতে নেমে ইংল্যান্ড তাদের শেষ ইনিংসে অলআউট হয়ে যায় ২৩৪ রানে। আর তাতেই নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ৪২৩ রানের রেকর্ড গড়ে ইংলিশদের হারিয়েছে নিউজিল্যান্ড।

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে টিম সাউদি উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে করেন জোড়া শিকার। প্রথমে ফেরান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা জ্যাকব বেথেলকে। এরপর সাউদি তুলে নেন ৪১ বলে ৪৩ রান করা গ্যাস আটকিনসনকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three