Image

প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট

প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট

প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট

লঙ্কা টি–১০ সুপার লিগে নুয়ারা ইলিয়ার বিপক্ষে ম্যাচেও রেজাল্ট দেখল না গল মারভেলস। এই আসরে এটি সাকিবদের টানা দ্বিতীয় পন্ড হওয়া ম্যাচ। সাকিব আল হাসান অবশ্য আজ ব্যাটিংয়ের সুযোগ পান, ৩ বলের ইনিংসে করেন ৬ রান। প্রথম বলেই মারেন ছয়, এরপর ডট দিয়ে পরের বলে আউট। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের ব্যাট চড়েই গল মারভেলস পায় ৭ উইকেটের জয়। গতকাল তাদের ম্যাচ ছিল হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে, যা হয়েছে পরিত্যক্ত। ক্যান্ডির বৃষ্টিতে ম্যাচের টস পর্যন্ত হয়নি। আজ নুয়ারা ইলিয়ার বিপক্ষে ম্যাচেও বৃষ্টি। ৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে গল ৫৩ রান করলে বৃষ্টি বাঁধায় থামে ম্যাচ। 

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নুয়ারা ইলিয়ার কাছে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গল মারভেলস। ব্যক্তিগত ১৩ রানে নিরোশান ডিকওয়েলা বিদায় নিলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর ইনিংসের পঞ্চম ওভারের ২য় ডেলিভারিতে দুশান হেমন্থের বলে অ্যালেক্স হেলস আউট হলে ক্রিজে আসেন সাকিব। 

নিজের প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে সাকিব আল হাসান হাঁকান ছক্কা। দারুণ শুরুর ইঙ্গিত দেওয়া সাকিব অবশ্য এক বল পরেই হারান উইকেট। হেমন্থকে আরও এক ছয় হাঁকানোর আশায় সাকিব বল আকাশে উড়িয়ে দেন। বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে সহজেই ক্যাচ লুফে নেন লাহিরু মাদুশাঙ্কা। 

সাকিবের দলের পরের ম্যাচ আগামীকাল সন্ধ্যা ৬:৪৫ মিনিটে জাফনা টাইটান্সের বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three