পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচকে নিষি'দ্ধ করল আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচকে নিষি'দ্ধ করল আইসিসি

পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচকে নিষি'দ্ধ করল আইসিসি

পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচকে নিষি'দ্ধ করল আইসিসি

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আবুধাবি টি-টেন লিগের কোচ সানি ধিলনকে নিষিদ্ধ করেছে আইসিসি। অপরাধের প্রমান পাওয়ায় পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সাবেক এই সহকারী কোচ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ৬ বছরের জন্য।  

২০২১ সালে আবুধাবি টি-টেন টুর্নামেন্ট চলাকালীন ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টার অভিযুক্ত ছিলেন বাংলাদেশের নাসির হোসেন। নাসির সহ অভিযুক্ত ছিলেন মোট ৮ জন, তার মধ্যে সানি ধিলন একজন।
 
অভিযুক্ত অন্যদের মধ্যে ছিলেন পুনে ডেভিলসের দুই সহ-মালিক (কৃষাণ কুমার চৌধুরী এবং পরাগ সাঙ্ঘভি), দুই ঘরোয়া খেলোয়াড়, তাদের ব্যাটিং কোচ (আশার জাইদি) এবং দলের ম্যানেজার শাদাব আহমেদ অন্তর্ভুক্ত ছিল।

নাসির হোসেনকে এই বছরের জানুয়ারিতে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আগষ্টে নিষিদ্ধ করা হয় জাইদি, সাংহাভি এবং কৃষাণকে। তারা প্রত্যেকেই দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের দায় স্বীকার করেছেন।

লিখিত এবং মৌখিক যুক্তির সম্পূর্ণ শুনানি এবং উপস্থাপনার পরে ধিলোনকে দোষী সাব্যস্ত করা হয়। ধিলোনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২০২৩ এর ১৩ সেপ্টেম্বর থেকে।