Image

তামিমের ঝড়ো ব্যাটিং ম্লান করে বরিশালকে জেতালেন সালমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের ঝড়ো ব্যাটিং ম্লান করে বরিশালকে জেতালেন সালমান

তামিমের ঝড়ো ব্যাটিং ম্লান করে বরিশালকে জেতালেন সালমান

তামিমের ঝড়ো ব্যাটিং ম্লান করে বরিশালকে জেতালেন সালমান

ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সালমান হোসেন ইমন নিজে পেয়েছেন ফিফটি, দলকে এনে দিলেন রোমাঞ্চকর ৫ উইকেটের জয়। তামিম ইকবালের ৯১ রানের ইনিংস ম্লান করে দিলেন মোহাম্মদ সালমান। ২৮ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংস খেলে বরিশালের জয়ের নায়ক সালমান। শেষ ওভারের নাটকীয়তাই চট্টগ্রামের ১৮২ রান টপকে ম্যাচ জিতল বরিশাল। 

এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে আজ চট্টগ্রাম বিভাগের ওপেনার তামিম ইকবাল থেমেছেন সেঞ্চুরির খুব কাছে গিয়ে। তামিমের ৫৪ বলে খেলা ৯১ রানের বিস্ফোরক ইনিংসে চট্টগ্রাম পায় ১৮২ রানের বড় সংগ্রহ। তবে বোলারদের ব্যর্থতা ও মোহাম্মদ সালমানের অতিমানবীয় ব্যাটিংয়ে শেষ বলের রোমাঞ্চে বরিশাল ম্যাচ জিতল ৫ উইকেটে। 

চলমান জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের দ্বিতীয় ফিফটি। ফিফটি ছুঁয়েছেন ৩৭ বলে। ৬ ছক্কার ঝড়ে শতকের পথেই ছিলেন তামিম। শেষ পর্যন্ত তামিম আউট হয়েছেন আক্ষেপ নিয়ে, শতক থেকে ছিলেন কেবল ৯ রান দূরে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি মিস হয়েছে এই তারকা ওপেনারের। 

তামিম ইকবালের দারুণ ব্যাটিংয়েই বরিশাল বিভাগকে ১৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম বিভাগ। তামিমের ৯১ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ করেন মাহমুদুল হাসান জয়। বরিশালের পেসার মেহেদী হাসান ২৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। তার ডেলিভারিতেই এদিন বোল্ড হন তামিম।

বড় লক্ষ্য তাড়ায় নেমে বরিশাল বিভাগের শুরুটাও হয় দারুণ, ওপেনিং জুটি থেকে আসে ৭২ রান। ব্যক্তিগত ১৯ রানে আবদুল মাজিদ সাজঘরে ফিরলেও আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি ফিফটি হাঁকিয়ে আউট হন ৫৬ রানে। তিনে নামা শামসুল ইসলাম অনিক ১২ রানের বেশি করতে পারেননি। এরপর সালমান হোসেন ইমনকে সঙ্গ দিয়ে অধিনায়ক সোহাগ গাজী করেন ১২ রান। মইন খানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬। 

প্রায় অসম্ভব হয়ে যাওয়া ম্যাচ বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ সালমান হোসেন ইমন। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজে পেয়েছেন ফিফটির দেখা, দলকে এনে দিলেন ৫ উইকেটের জয়। ২৮ বলের ইনিংসে ৪ ছক্কা ও ২ চারে সালমানের রান ৫৩। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three