Image

সাব্বিরের ব্যাটে শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের প্রথম জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাব্বিরের ব্যাটে শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের প্রথম জয়

সাব্বিরের ব্যাটে শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের প্রথম জয়

সাব্বিরের ব্যাটে শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের প্রথম জয়

লঙ্কা টি-টেন সুপার লিগে অবশেষে জয়ের দেখা পেল হাম্বানটোটা বাংলা টাইগার্স। প্রথম ম্যাচে জাফনার কাছে ৮ উইকেটের হার, এরপর টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে। আজ সাব্বির রহমানের ব্যাটে বাংলা টাইগার্স পেল টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ। নুয়ারা ইলিয়া কিংসের বিপক্ষে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত হল সাব্বিরদের।  

হাম্বানটোটা বাংলা টাইগার্স ইনিংসের ৮ম ওভারের প্রথম ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান সাব্বির রহমান। পাঁচ বল খেলা সাব্বির দুই বাউন্ডারিতে ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

এর আগে নুয়ারা ইলিয়া কিংস ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে কেবল ৮২ রান। ইনিংসের শুরুতেই চরম বিপাকে পড়ে দলটি, বোর্ডে ৬ রান আসতেই নেই ৪ উইকেট। দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও কাইল মায়ের্স আউট হয়েছেন যথাক্রমে ১ রান করে। তিনে নামা উমর আকমলের গোল্ডেন ডাক। 

এরপর দানুশকা গুনাথিলাকাও প্যাভিলিয়নে ফেরেন শূন্য হাতে। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তবে ইলিয়া কিংসের যা রান হয়েছে সবটাই অধিনায়ক সৌরভ তিওয়ারি ও বেনি হাওয়েলের কল্যাণে। সৌরভের ব্যাট থেকে আসে ২৬ রান। বেনি হাওয়েল ১৪ বলে খেলেন ২৯ রানের ক্যামিও। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য প্রথম বলেই মোহাম্মদ শাহজাদকে হারায় বাংলা টাইগার্স। এরপর অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২০ রান করে দলকে এনে দেন স্বস্তি। আরেক ওপেনার কুশল পেরেরা ১৫ বলে ৩৩ রান করে জয়ের পথ তৈরি করে দিয়ে যান। দলীয় ৬০ রানে তৃতীয় উইকেট হারালে শেভন ড্যানিয়েলের সঙ্গী হন সাব্বির রহমান। 

ড্যানিয়েলে-সাব্বিরের ২৬ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স। ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত হল সাব্বিরদের।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three