শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ শুরু
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ শুরু
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ শুরু
নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার ওভালে টসে হেরে আগে ব্যাটিং করে ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। জবাবে নির্ধারিত ওভারে ৯৪ রানে আটকে যায় লঙ্কান নারীরা।
আগে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন বাংলাদেশের ওপেনার জুআইরিয়া ফেরদৌস। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান তোলেন ইভা এবং সুমাইয়া আক্তার। ইভা করেন ১৮ এবং সুমাইয়া করেন ২৪ রান।
দলীয় ৬১ রানে পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ। তারপর জুটি গড়ে ধাক্কা সামাল দেন আফিফা আশিমা এবং সাদিয়া আক্তার। আফিফা করেন ২৩ বলে ২৫ এবং সাদিয়া খেলেন ২৫ বলে ৩১ রানের ইনিংস। এতে করে ১৭ ওভারে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে ৩ ওভারে ২৩ রান দিয়ে ৪ টি উইকেট শিকার করেন রাশমিকা শেওয়ানদি।
১২৩ রানের লক্ষ্য তাড়া করতে মেনে শূন্য রানে ওপেনারকে হারায় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সানজানা কাভিনদি করেন ১৩ বলে ২১ এবং লিমানসা করেন ১৬ রান। মিডল ওভারে সুমুডু নিসানসালা, মানুদি, রাশমিকার ধীর গতির ইনিংসে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করতে পারে তারা।
বাংলাদেশের হয়ে ৩ টি উইকেট পান সুমাইয়া আক্তার। ২ টি করে পান নিশিতা আক্তার ও ফারজানা ইয়াসমিন।