টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শ'ঙ্কায় বাঘিনীরা
টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শ'ঙ্কায় বাঘিনীরা
টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শ'ঙ্কায় বাঘিনীরা
প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৪৭ রানের বড় জয় পেয়েছে আইরিশরা। প্রথমে আয়ারল্যান্ড ব্যাট করে ১৩৫ রান তোলে। জবাবে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গ্যাবি লুইস। অ্যামি হান্টারের সাথে ৩৪ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন গ্যাবি। জান্নাতুল ফেরদৌসের বলে ২৩ রানে ফেরেন অ্যামি।
২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ওরালা প্রেন্ডারগাস্ট। শেষ দিকে লরা ডেলানি ২৫ বলে ৩৫ রান করলে চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করায় আয়ারল্যান্ডের মেয়েরা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।
১৩৫ রান তাড়া করতে নেমে আরলেনে ক্যালির জোড়া আঘাতে শুরুতেই মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের মেয়েরা। তারপর দলের হাল ধরার চেষ্টা করেন শারমিন আক্তার ও স্বর্না আক্তার।
৪২ বলে ৪৮ রানের জুটি ভেঙে ২০ রান করে আউট হন স্বর্না। তারপর শারমিন ৪৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হলে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৮০ রানে ৬ উইকেট থেকে ৮৭ রানেই অলআউট হয়ে যায় তারা।
আইরিশদের হয়ে তিন উইকেট শিকার ও দলের হয়ে ৩২ রান তুলে ম্যাচ সেরা হন প্রেন্ডারগাস্ট। দুটি করে উইকেট পান লরা ডেলানি ও আরলেনে ক্যালি।