Image

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল আয়ারল্যান্ডের মেয়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল আয়ারল্যান্ডের মেয়েরা

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল আয়ারল্যান্ডের মেয়েরা

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল আয়ারল্যান্ডের মেয়েরা

সিলেটে আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ নারী দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৪ উইকেটে। আইরিশ মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে সিরিজ জয়। আজ তারা স্বাগতিকদের দিয়েছে হোয়াইটওয়াশের স্বাদ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা তিন হারে হোয়াইটওয়াশ হল নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করতে পারলেও টি-টোয়েন্টিতে নিজেরাই পড়ল একই লজ্জায়।  প্রথম ম্যাচে মাত্র ১২ রানে হারলেও, পরেরটিতে ৪৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানাদের। আজ জয়ের পথে থেকেও বাংলাদেশের মেয়েরা পরাজিত ৪ উইকেটে। 

সিরিজের শেষ ম্যাচ হারল শেষ ওভারের নাটকীয়তাই। নিশ্চিত হল ধবলধোলাই। জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই রান আউটে বিদায় নেন আরলেনে ক্যালি। পরের ডেলিভারিতে দৌড়ে দুই রান নেন সেট ব্যাটার লরা ডেলানি। স্বর্ণা আক্তারের ওভারের পরের ৩ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেলানি। ১ বল হাতে রেখেই আয়ারল্যান্ড ম্যাচ জিতল ৪ উইকেটে। 

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসরা পায় নড়বড়ে পুঁজি। ১৩ ওভারে ১০০ রান বোর্ডে জমা হলেও পরের ৭ ওভারে করতে পারে কেবল ২৩ রান। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট। 

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান।

সহজ লক্ষ্য তাড়ায় নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড নারী দল। জয়ের খুব কাছে গিয়েও শেষ ওভারে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three