Image

তিন দিনে পিংক বল টেস্ট হারল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তিন দিনে পিংক বল টেস্ট হারল ভারত

তিন দিনে পিংক বল টেস্ট হারল ভারত

তিন দিনে পিংক বল টেস্ট হারল ভারত

ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে মাত্র আড়াই দিনে টেস্ট শেষ করেছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে বড় ব্যবধানে হারের পর অ্যাডিলেডকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ বানিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে অজিরা। এটি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে কম বল খেলা টেস্ট। 

টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ভারতকে অলআউট করে মাত্র ১৯ রানের জন্য ব্যাটিংয়ে নামা ছিলো তাই শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ বলে এই রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ম্যাক সুইনি ও উসমান খাজা। 

এর আগে টসে জিতে প্রথম ইনিংসে শুরুতে ব্যাটিং করে মিচেল স্টার্কের আগুন বোলিংয়ে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিতেশ রিড্ডি। তাছাড়া ৩৭ রান করেন কেএল রাহুল এবং এবং ৩১ রান করেন শুবমান গিল। অজিদের হয়ে ৬ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক।

এদিকে ভারতের দেয়া ১৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৩৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে ভারতের বিপক্ষে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা। ভারতের হয়ে ৪ টি করে উইকেট নেন বুমরাহ ও সিরাজ।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। তবে প্যাট কামিন্সের বোলিং তোপে ধ্বস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রান আসে নিতেশের ব্যাট থেকে। তিনি করেন ৪২ রান। রিশাব প্যান্ট ২৮ ও জয়সোয়াল ২৪ করলেও বাকিরা দুই অঙ্ক ছুতে পারেনি। 

ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এবং দ্বিতীয় ইনিংসে অজিদের টার্গেট দেয় ১৯ রানের। যা মাত্র ২০ বলেই ছুঁয়ে ফেলে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে ৫ টি উইকেট নেয় প্যাট কামিন্স, তাছাড়া ৩ টি নেন স্কোয়ার্ড বোল্যান্ড এবং ২ টি নেন মিচেল স্টার্ক।

Details Bottom