ভারতীয় ক্রিকেটকে বিদায় বললেন সিদ্ধার্থ কাউল
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
ভারতীয় ক্রিকেটকে বিদায় বললেন সিদ্ধার্থ কাউল
ভারতীয় ক্রিকেটকে বিদায় বললেন সিদ্ধার্থ কাউল
অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় পেসার সিদ্ধার্থ কাউল। সৌদি আরবে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে বিক্রি না হওয়ার তিন দিন পর সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানান সিদ্ধার্থ। ২০১৮ সালে অভিষেকের পর ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার।
অবসরের ঘোষণা দিয়ে সিদ্ধার্থ লেখেন, "ছোটবেলায় পঞ্জাবের মাঠে ক্রিকেট খেলতাম, আমার একটাই স্বপ্ন ছিল। দেশের প্রতিনিধিত্ব করার। ২০১৮ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছি। এখন সময় এসেছে ভারতে আমার ক্যারিয়ারের ইতি টানার এবং অবসরের ঘোষণা করার।"
তিনি আরও লিখেছেন, "আমার ক্যারিয়ারের সব উত্থান-পতনের মধ্যে আমি যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য ভাষায় আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। আমার জন্য যে পথ তৈরি করা হয়েছে তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই।"
স্বপ্ন পূরণ করেছে জানিয়ে বিসিসিআইকেও কৃতজ্ঞতা জানান এই পেসার, "ভারতের প্রতিনিধিত্ব করা এবং ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের এবং ২০১৮ সালে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলিয়ে একটি শিশুর স্বপ্ন পূরণের করেছে বিসিসিআই!"
আইপিএলে যেই ফ্রাঞ্চাইজি গুলোতে সিদ্ধার্থ খেলেছেন তাদের ধন্যবাদ জানিয়ে সিদ্ধার্থ লেখেন, "কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে সারা জীবনের স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সর্বশেষে ২০০৭ সালে আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের সুযোগ দেওয়ার এবং আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য পঞ্জাব ক্রিকেটকে ধন্যবাদ।"
উল্লেখ্য, ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিদ্ধার্থ কাউল। সেখানে তিনি ১০ উইকেট নিয়েছিলেন, যা টুর্নামেন্টে কোনও ভারতীয় ফাস্ট বোলারের মধ্যে সর্বোচ্চ। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলা শুরু করপন তিনি। তারপর খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। অবশেষে ৩৪ বছর বয়সে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ক্রিকেটার।