২৯৫ রানে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিতল ভারত
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
২৯৫ রানে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিতল ভারত
২৯৫ রানে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিতল ভারত
বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২৯৫ রানে বিধ্বস্ত করেছে ভারত। এটাই অস্ট্রেলিয়ার মাঠে অজিদের সবচেয়ে বেশি রানের ব্যবধানে হারানোর রেকর্ড ভারতের। এই জয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
৫৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। তখন ই হার প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ভারতের জন্য জয়টা ছিলো শুধু সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলরাউট হয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়িয়ে সেই কাজ টাই করে দেখালো ভারত।
চতুর্থ দিন ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অজিরা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেন ট্রাভিস হেড, খেলেন ১০১ বলে ৮৯ রানের ইনিংস। মাঝখানে স্টিভ স্মিথ ও মিচেল মার্শের সাথে যথাক্রমে ৬২ ও ৮২ রানের জুুটি গড়ে হারের ব্যাবধান ই শুধু কমাতে পেরেছেন হেড।
হেড আউট হলে খেলা চালিয়ে যেতে থাকেন অ্যালেক্স ক্যারি। তবে একদিকে পাহাড়সম রানের বোঝা অন্যদিকে ভারতীয় বোলারদের দাপটে বেশীক্ষণ চালিয়ে যেতে পারেনি। হার্সিত রানার বলে ক্যারি বোল্ড হলে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ক্যারি করেন ৩৬ ও মিচেল মার্শ করেন ৪৭ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৩৮ রানে।
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে অজিরাও প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১০৪ রান। তবে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় ভারত। জয়সোয়ালের ১৬১ ও ভিরাট কোহলির ১০০ রানের উপর ভর করে ৪৮৭ রান করে তারা।
২ ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।