'ভিরাট কোহলির আমাদের দরকার নেই, আমাদের তাকে দরকার'
'ভিরাট কোহলির আমাদের দরকার নেই, আমাদের তাকে দরকার'
'ভিরাট কোহলির আমাদের দরকার নেই, আমাদের তাকে দরকার'
অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারানোর ম্যাচে আরেকটি বড় প্রাপ্তি ভিরাট কোহলির রানে ফেরা। টানা ব্যর্থতার পরে অবশেষে আলো ছড়ালো ভিরাটের ব্যাট। ১৬ মাস পর টেস্ট ফরম্যাটে পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে অফ ফর্মের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন এই ব্যাটার। এবার ভিরাট ইস্যুতে মুখ খুললেন জাসপ্রীত বুমরাহ।
পার্থ টেস্টে অধিনায়কত্ব করা জাসপ্রীত বুমরাহ ভিরাটকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন,"ভিরাটের দলের প্রয়োজন নেই বরং দলের'ই তাকে প্রয়োজন রয়েছে।" বুমরাহের এমন মন্তব্য ই যেনো সমালোচকদের জবাব দেয়ার জন্য যথেষ্ট।
রোহিত শর্মা সদ্য পুত্র সন্তানের বাবা হওয়ায় পার্থ টেস্ট খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। অধিনায়ক হিসেবে তার দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল। এদিন টেস্টের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক বুমরাহ। সেই সময় একজন তার কাছে জানতে চান "ভিরাটের ইনিংস সম্পর্কে কী বলবেন?"
উত্তরে বুমরাহ বলেন, "আমি আগেও বলেছি ভিরাট কোহলির আমাদেরকে প্রয়োজন নেই, ভিরাটকে আমাদের দরকার। তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। এটা তার ৪-৫ নম্বর অস্ট্রেলিয়া সফর। অন্যের থেকে তিনি নিজের খেলাকে ভালো জানেন। তাকে দেখে মনেই হচ্ছিল তিনি মানসিকভাবে প্রস্তুত।"
"অনেক সময় লম্বা ক্যারিয়ারে আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। ভিরাট এরকম অনেক পরিস্থিতিতে ব্যাট করেছেন। তবে সব সময় সব ম্যাচে ভালো করা সম্ভব হয় না।তবে এবার তাকে ভালো ফর্মে দেখা যাচ্ছিল। প্রথম ইনিংসে একটা ভালো বল চলে এসেছিল তাই আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি সুযোগটা কাজে লাগান। সেই সময় আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের দরকার ছিল। এমন কাউকে প্রয়োজন ছিল যে নিজেও খেলবে এবং অন্যকেও খেলা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই দিক থেকে আমি খুবই খুশি। সিরিজের শুরুতে যখন দলের এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার নিজের আত্মবিশ্বস ফিরে পায় তখন আপনার আর কিছু চাওয়ার থাকতে পারে না।"
অ্যাডিলেড ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।