
টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বলেই ধরা হচ্ছিল জেমকন খুলনাকে। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে তার ছাপ রাখতে পারেনি সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জিতলেও, দ্বিতীয় ম্যাচে আজ (২৬ নভেম্বর) মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে হেরেছে ৬ উইকেটে। দলের বাজে পারফরম্যান্সে ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে জেমকন খুলনার টপ অর্ডার। দুই ম্যাচেই প্রাপ্তি বলতে মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী ও আরিফুল হকের ব্যাটিং। ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান দুই ম্যাচেই হতাশ করেছেন। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে জেমকন খুলনা। সেখান থেকে আরিফুল হকের ৪১ ও শামীম হোসেন পাটোয়ারীর ৩৫ রানে ভর করে ১৪৬ রানের পুঁজি পায় জেমকন খুলনা।
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি বলতে চাই টপ অর্ডারে আমরা যেভাবে ব্যাটিং করেছি। ৫০-৬০ রানের মধ্যে পাঁচটা উইকেট হারিয়েছে। আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ না। আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। এবং ব্যাটিং বিভাগের আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে।’
আরিফুল হক, শামীম হোসেন পাটোয়ারীর প্রশংসা করে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন দায়িত্ব নিতে হবে সাকিব, বিজয়দের, ‘আমার মনে হয় এই দুই (আরিফুল-শামীম) জনের মধ্যে দারুণ রসায়ন আছে। প্রথম খেলার মতো এই ম্যাচেও তাদের ভালো জুটি ছিল। আমার মনে হয় এটা ভালো যে লোয়ার মিডল অর্ডার ভালো ব্যাটিং করছে। আমার মনে হয় পুরো ব্যাটিং অর্ডার বিশেষত টপ অর্ডারে আমি, সাকিব ও বিজয়কে আরও দায়িত্ব নিতে হবে।’
টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে অবশ্য সঠিকই বলছেন জেমকন খুলনা দলপতি, ‘আমার মনে হয় ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। উইকেট হার্ড ছিল, নতুন বলে হয়তো কিছুটা সুইং ছিল। আমার মনে হয় উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমার মনে হয় আমরা ভালো ব্যাটিং করিনি। এটাই আসল জিনিস।’