
হালনাগাদ করে আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা কেন উইলিয়ামসন গড়েছেন রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রান করে উইলিয়ামসন অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে উইলিয়ামসন এখন নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করা ক্রিকেটার।
পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল থাকা উইলিয়ামসন হন সিরিজ সেরা। ফর্মের তুঙ্গে থাকা উইলিয়ামসন অর্জন করেন ক্যারিয়ার সেরা রেটিং। এর আগে আইসিসি হল ফেমে জায়গা করে নেওয়া স্যার রিচার্ড হ্যাডলি ৯০০ রেটিং পয়েন্টের গন্ডি পার করেছিলেন। ১৯৮৫ সালের ডিসেম্বরে বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৯০৯) পেয়েছিলেন তিনি।
র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে বিবেচনায় আসে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ও ভারত-অস্ট্রেলিয়ার টেস্টের পারফরম্যান্সও।
সিডনি টেস্টে ১৩১ ও ৮১ রান করা স্টিভ স্মিথ ভিরাট কোহলিকে টপকে উঠে এসেছেন ২ নম্বরে। সেঞ্চুরি করা ডিন এলগার ৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।
নিউজিল্যান্ডের হেনরি ইকোলস ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। কাইল জেমিসন ম্যাচে ১১ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১ নম্বরে আছেন। ৬ টেস্ট খেলেই জেমিসন উঠে এসেছেন অলরাউন্ডারদের র্যাংকিংয়ের সেরা পাঁচে।
পাকিস্তানের আজহার আলি ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। মোহাম্মদ রিজওয়ান ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে।
মারনাস লাবুশেইন সিডনি টেস্টে ২ ফিফটি করে ক্যারিয়ার সেরা রেটিং (৮৬৬) নিয়ে আছেন ৪ নম্বরে। ৩ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন জশ হ্যাজেলউড।
ভারতের চেতেশ্বর পুজারা ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। রিশাব পান্ট ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬ নম্বরে। উন্নতি হয়েছে হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিনদেরও।
দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ১০ ধাপ এগিয়েছেন, আছেন ৩৮ নম্বরে। উইয়ান মুলডার ২২ ধাপ এগিয়ে আছেন ৪৫ নম্বরে। লুথো সিপামলা ২৩ ধাপ এগিয়ে আছেন ৪৭ নম্বরে। শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ২ ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে, কুশল পেরেরা ৪ ধাপ এগিয়ে আছেন ৫৬ নম্বরে।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের হালনাগাদকৃত র্যাংকিং (শীর্ষ ১০):
১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯১৯
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯০০
৩. ভিরাট কোহলি (ভারত)- ৮৭০
৪. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৬৬
৫. বাবর আজম (পাকিস্তান)- ৭৮১
৬. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৭৬০
৭. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭৫৬
৮. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৫৩
৯. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭৪৭
১০. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৮৫
আইসিসি টেস্ট বোলারদের হালনাগাদকৃত র্যাংকিং (শীর্ষ ১০):
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৮৪৫
৩. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৮২৫
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১১
৫. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮০৫
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৬
৭. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৮১
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৭৪
৯. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৭৬৮
১০. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৬৫
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের হালনাগাদকৃত র্যাংকিং (শীর্ষ ৫):
১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪৪৬
২. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪২৮
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪২৩
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৬৬
৫. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ২৯৩।