Image

মুলতান, রাওয়ালপিন্ডির পিচ আইসিসির ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুলতান, রাওয়ালপিন্ডির পিচ আইসিসির ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে

মুলতান, রাওয়ালপিন্ডির পিচ আইসিসির ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে

মুলতান, রাওয়ালপিন্ডির পিচ আইসিসির ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করেছে পাকিস্তান। তিন টেস্টের সেই সিরিজের জন্য পাকিস্তান যে পিচ প্রস্তুত করেছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসি। অর্থাৎ স্পিন স্বর্গ রাওয়ালপিন্ডি ও মুলতানের পিচকে "সন্তোষজনক" বলে চিহ্নিত করেছে আইসিসি।

মুলতানে প্রথম টেস্টে ব্যাটিং বান্ধব উইকেটে এক ইনিংসে ৮২৭ রান সংগ্রহ করেছিলো ইংল্যান্ড। পাকিস্তান ৫৫৬ করেও হারে ইনিংস ব্যবধানে। এরপরের টেস্ট থেকে পিচের ব্যাপারে ব্যাপক মনোযোগ দেয়া শুরু করে পাকিস্তান। 

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে যুক্ত হওয়া আলিম দার ও আকিব জাভেদের পরামর্শ মেনে মুলতানের এই ব্যাটিং পিচকেই  দ্বিতীয় টেস্টের জন্য স্পিনিং ট্রাকে প্রস্তুত করা হয়। পিচ শুকানোর জন্য বিশাল আকারের ফ্যান এবং হিটার ব্যবহার করতে দেখা যায়।

রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টের জন্যেও একই ধরনের পিচ বানাতে দেখা যায়। যেখানে স্পিনাররা পেয়েছিলো বাড়তি সুবিধা। এই দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ টি উইকেট ই নেন স্পিনাররা। এরমধ্যে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী দুজন মিলেই নেন ৩৯ টা উইকেট।

উল্লেখ্য, আইসিসি সব ধরনের আন্তর্জাতিক ম্যাচের জন্য পিচ এবং আউটফিল্ডের মানদণ্ড নির্ধারণ করে থাকে। যেমন, খুব ভাল, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। অসন্তোষজনক হলে একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়। এবং আনফিট হলে দেয়া হয় ৩ ডিমেরিট পয়েন্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three