বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
-
2
বিশ্বকাপ বর্জনের প্রভাব গণমাধ্যমেও, আইসিসির সিদ্ধান্তে বিসিবির ব্যাখ্যা দাবি
-
3
ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই থামল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান
-
4
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
-
5
সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম
বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
চলতি আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে মাঠের পারফরম্যান্স শুধু জয়েই সীমাবদ্ধ থাকেনি, তার প্রভাব পড়েছে বিশ্ব ক্রিকেটের ব্যক্তিগত মূল্যায়নেও। সর্বশেষ হালনাগাদ আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার সব বিভাগেই উন্নতির স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ নারী দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
ব্যাটারদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম শারমিন আক্তার সুপ্তা। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংসে ধারাবাহিক ফিফটি করে তিনি এক লাফে এগিয়েছেন ২২ ধাপ। এর ফলে বর্তমান র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩৫ নম্বরে। চার ইনিংসে ১৫৬ রান নিয়ে চলমান বাছাইপর্বে তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
নিচের দিকের ব্যাটিং অর্ডারে দ্রুত রান তুলে নজর কাড়ানো সোবহানা মোস্তারীও এগিয়েছেন উল্লেখযোগ্যভাবে। ১১ ধাপ অগ্রগতিতে তিনি এখন রয়েছেন ৫২ নম্বরে। ওপেনার দিলারা আক্তার দেখিয়েছেন বড় উন্নতি ৩৩ ধাপ এগিয়ে তার অবস্থান দাঁড়িয়েছে ৭০তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়েও ইতিবাচক পরিবর্তন এসেছে। লেগ স্পিনে নিয়মিত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রাবেয়া খান, যিনি এক ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে। ফাহিমা খাতুন ছয় ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩০তম স্থানে। একই ব্যবধানে এগিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, তার বর্তমান অবস্থান ৫৪। সুলতানা খাতুন এক ধাপ এগিয়ে আছেন ৮১ নম্বরে এবং ফারিহা ইসলাম তৃষ্ণা তিন ধাপ অগ্রগতিতে এখন ৯৭ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায়ও টাইগ্রেসদের উপস্থিতি বেড়েছে। রাবেয়া খান দুই ধাপ এগিয়ে এখন ২৮ নম্বরে। ফাহিমা খাতুন সাত ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছেন ৩৫ নম্বরে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার ১৮ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪৪। রিতু মনি ২৩ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৮৭ নম্বরে। পাশাপাশি সানজিদা আক্তার মেঘলাও ১৪ ধাপ এগিয়ে রয়েছেন ৯৬ নম্বরে।
