টানা জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশের নারী দল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 40 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বয়কট বিতর্ক, পাকিস্তানকে কড়া বার্তা ওয়াসিম আকরামের
-
2
সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম
-
3
বিশ্বকাপ বর্জনের প্রভাব গণমাধ্যমেও, আইসিসির সিদ্ধান্তে বিসিবির ব্যাখ্যা দাবি
-
4
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
-
5
বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
টানা জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশের নারী দল
টানা জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশের নারী দল
ইংল্যান্ডের গ্রীষ্মে আরেকটি বৈশ্বিক মঞ্চে দেখা যাবে বাংলাদেশের নারী ক্রিকেটকে। বাছাইপর্বের ধারাবাহিক পারফরম্যান্স আর হিসাবের সমীকরণ দুটোর মিলনেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিট। মাঠের জয় যেমন কাজটি সহজ করেছে, তেমনি অন্য ম্যাচের ফলও খুলে দিয়েছে বাংলাদেশের জন্য মূল পর্বের দরজা।
থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ের পর নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা। একই সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে এই দুই দল।
বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫ রান। নারী টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। লক্ষ্য তাড়ায় থাইল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানে, বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচ থাকে পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে।
এর আগে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়ার বিপক্ষে টানা চার জয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ। থাইল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সেও এখন সবার ওপরে রয়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট ৬, যা আপাতত টেবিলের শীর্ষে রেখেছে দলকে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হয়েছে। এই পর্বে গ্রুপে থাকা একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় না, ফলে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ, তবে হিসাব হবে মোট পাঁচ ম্যাচের পয়েন্টে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ১.১৫০, যা তাদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে। সুপার সিক্সের সেরা চার দলই আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ১২ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
