শেষ বলে ছক্কা, নাটকীয় জয়ে টিকে রইল সিলেট
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সিলেট টাইটান্স দলে যুক্ত হলেন ইংল্যান্ড ব্যাটার স্যাম বিলিংস
-
2
মুস্তাফিজুর রহমান উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে
-
3
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে
-
4
আকসু বিতর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন সাইফ হাসান
-
5
প্লে-অফের মঞ্চে সিলেটের ভরসা আন্তর্জাতিক অভিজ্ঞতা, সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ ব্রুকস
শেষ বলে ছক্কা, নাটকীয় জয়ে টিকে রইল সিলেট
শেষ বলে ছক্কা, নাটকীয় জয়ে টিকে রইল সিলেট
শেষ বল, জয়ের জন্য দরকার ৬ রান চাপের সেই মুহূর্তে ব্যাট ঘুরিয়ে ছক্কা হাঁকিয়ে সিলেট টাইটান্সকে অবিশ্বাস্য জয় এনে দেন ইংল্যান্ডের ক্রিস ওকস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে তার ওই এক শটেই রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় সিলেট।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর। মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ডেভিড মালান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও কাইল মায়ার্স কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এই ধাক্কায় ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই সিলেটের দিকে চলে যায়।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। খুশদিল শাহ ও নুরুল হাসানের সঙ্গে দুটি কার্যকর জুটি গড়ে দলকে টানার চেষ্টা করেন তিনি। তবে ৯৪ রানের মধ্যেই খুশদিল ও মাহমুদুল্লাহর বিদায়ে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় রংপুরের। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানেই থামে তাদের ইনিংস।
সিলেটের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন খালেদ আহমেদ। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট, যা রংপুরকে চাপে রাখতে বড় ভূমিকা রাখে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্রুত উইকেট হারিয়ে ৪৪ রানে ৪ উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরে উত্তেজনা। তবে স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।
শেষদিকে আবারও ম্যাচ দোলাচলে পড়ে। মিরাজ আউট হওয়ার পর সমীকরণ দাঁড়ায় শেষ বলে ৬ রান। সেই চাপ সামলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওকস। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল সিলেট টাইটান্স, আর প্লে-অফ থেকেই বিদায় নিল রংপুর রাইডার্স।
