সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 20 মিনিট আগে
সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

পার সিক্সের মঞ্চে পা রেখেই আত্মবিশ্বাসের ঝলক দেখাল বাংলাদেশ নারী দল। ব্যাটে–বলে সমন্বিত পারফরম্যান্সে থাইল্যান্ডকে চাপে ফেলে শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৩৯ রানের জয় এনে দেয় এই দাপুটে প্রদর্শন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার ফিরলে দ্রুতই ছন্দ হারায় টপ অর্ডার। শারমিন আক্তার সুপ্তাও বড় ইনিংস গড়তে পারেননি। তবে ১২ রানে দুই উইকেট হারানোর পর দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধীরে পরিস্থিতি বুঝে নেওয়ার পর দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ঘরোয়া ক্রিকেটে আলোচনায় থাকলেও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা জুয়াইরিয়া এই ম্যাচে পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। সংযত শুরু করে ইনিংস বড় করেন তিনি এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে পৌঁছান। অন্য প্রান্তে পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক থাকা সোবহানাও সমান তালে রান তুলতে থাকেন। দুজনের ১১০ রানের জুটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম বড় অংশীদারিত্বের তালিকায় জায়গা করে নেয়।

হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে না পারলেও দুজনের ইনিংসেই শক্ত ভিত পায় দল। জুয়াইরিয়া ৫৬ এবং সোবহানা ৫৯ রান করে বিদায় নেন। শেষ দিকে রিতু মনির ঝরঝরে ক্যামিওতে নির্ধারিত ওভারে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। থাইল্যান্ডের বোলারদের মধ্যে পুথাওয়াং ও অন্নিচা কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ ঠেকাতে পারেননি।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই ধাক্কা খায় থাইল্যান্ড। মারুফা আক্তারের নিখুঁত ডেলিভারিতে সুয়ানান খিয়াতাও ফিরে গেলে চাপ বাড়ে। এরপর চানথাম ও নান্নাপাট দ্বিতীয় উইকেটে জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেও ফাহিমা খাতুনের ব্রেকথ্রুতে ম্যাচ আবার বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে। স্বর্ণা আক্তার দ্রুত আরেকটি উইকেট তুলে নিলে থাইল্যান্ডের রান তাড়ার গতি থেমে যায়।

অধিনায়ক নারুমোল চাইওয়াই শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। নির্ধারিত ওভারে তারা থামে ১২৬ রানে। মারুফার তিন উইকেটের সঙ্গে রিতু ও স্বর্ণার জোড়া আঘাতে ৩৯ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সুপার সিক্সের প্রথম ম্যাচেই এমন জয় টাইগ্রেসদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।