Image

ধর্ষণ মামলা থেকে মুক্ত পাক ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 51 মিনিট আগে
ধর্ষণ মামলা থেকে মুক্ত পাক ক্রিকেটার

ধর্ষণ মামলা থেকে মুক্ত পাক ক্রিকেটার

ধর্ষণ মামলা থেকে মুক্ত পাক ক্রিকেটার

ধর্ষণের অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি পেলেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে, অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফলে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) মামলাটি খারিজ করে দিয়েছে।

গত আগস্টে কেন্টে গ্রেপ্তার হয়েছিলেন ২৪ বছর বয়সী এ ব্যাটার। এক ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাময়িক নিষিদ্ধ করে হায়দারকে।

তদন্ত চলাকালে সবসময় অভিযোগ অস্বীকার করেন তিনি এবং পুলিশকে পূর্ণ সহযোগিতা দেন। জামিনে মুক্তি পেলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য ছাড়তে পারেননি। অবশেষে মামলা খারিজ হওয়ায় তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এবং দেশ ছাড়ার অনুমতিও মিলেছে। পুরো প্রক্রিয়ায় হায়দারের আইনি সহায়তায় ছিলেন ব্যারিস্টার মঈন খান। পিসিবিও খেলোয়াড় কল্যাণ নীতি অনুযায়ী সহায়তা দিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বোর্ড।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে নিশ্চিত করেছে, সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় ইংল্যান্ড ছাড়ার অনুমতি পেয়েছেন এই ক্রিকেটার।

২০২০ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হওয়া হায়দার আলী এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three