বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বয়কট বিতর্ক, পাকিস্তানকে কড়া বার্তা ওয়াসিম আকরামের
-
2
বিশ্বকাপ বর্জনের প্রভাব গণমাধ্যমেও, আইসিসির সিদ্ধান্তে বিসিবির ব্যাখ্যা দাবি
-
3
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
-
4
বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
-
5
ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই থামল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান
বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
বারবার একই নাম ঘিরে প্রশ্ন, একই প্রসঙ্গের পুনরাবৃত্তি সংবাদ সম্মেলনের মঞ্চে তা যে কতটা বিরক্তিকর হয়ে উঠতে পারে, সেটাই যেন প্রকাশ্যে দেখালেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাবর আজামের ফর্ম নিয়ে অতিরিক্ত আলোচনা তাকে স্পষ্টতই অস্বস্তিতে ফেলেছে।
সংবাদ সম্মেলনে বাবরকে ঘিরে একের পর এক প্রশ্ন আসতেই ক্ষোভ ঝরে পড়ে সালমানের কণ্ঠে। তিনি বলেন, “আমি চাই কোনো একদিন এমন একটি প্রেস কনফারেন্সে আসতে, যেখানে আমাকে বাবর আজামকে নিয়ে প্রশ্ন করা হবে না। দলে আরও ১৪ জন খেলোয়াড় আছে, ব্যাটসম্যানও আছে তাদের নিয়েও ভাবুন, তাদের নিয়েও কথা বলুন। বাবরকে নিজের মতো থাকতে দিন এবং ব্যাটিংয়ে মনোযোগ দিতে দিন।”
এশিয়া কাপের দলে না থাকলেও সাম্প্রতিক সময়ে আবার পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরেছেন বাবর আজাম। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও তার নাম রয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় ম্লান হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক এই অধিনায়ককে।
বিবিএলের ১৫তম আসরে বাবর ১১ ম্যাচে করেন ২০২ রান। গড় ছিল ২২.৪৪ এবং স্ট্রাইক রেট ১০৩.০৬। পরিসংখ্যানের এই চিত্র আরও প্রশ্ন তুলেছে তার ফর্ম নিয়ে। একই সঙ্গে আলোচনায় আসে একটি ম্যাচে সতীর্থ স্টিভ স্মিথের সিদ্ধান্ত পাওয়ার সার্জের সময় স্ট্রাইক ধরে রাখতে বাবরকে সিঙ্গেল নিতে না দেওয়ায় কিছুটা বিরক্ত দেখা যায় পাকিস্তানি ব্যাটারকে।
তবে সমালোচনার এই আবহে বাবরের পাশে দৃঢ় অবস্থান নিয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে পাকিস্তান দলের ভেতরে কোনো উদ্বেগ নেই বলেই স্পষ্ট করেছেন তিনি। তার মতে, বাবরের জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সই মূল বিবেচ্য।
সালমান বলেন, “আমি মানি, বিবিএলে বাবর প্রত্যাশামতো খেলতে পারেনি। কিন্তু আমাদের জন্য সে সবসময়ই প্রমাণিত পারফরমার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে পাকিস্তানের হয়ে কেমন খেলছে। বিবিএলে সে কী করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”
