Image

নওয়াজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন পাকিস্তান

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নওয়াজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন পাকিস্তান

নওয়াজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন পাকিস্তান

নওয়াজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন জাতির টি ২০ সিরিজে মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সল্পদৈর্ঘ্যের ম্যাচে মোহাম্মদ নাবী ও রশিদ খানদের হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে সালমান আঘা ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান করে, আর আফগানিস্তান গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফজল ফারুকীর বলেই রান করার আগে ওপেনার সাহিবজাদা ফারহান প্যাভিলিয়নের পথে ফিরে যান। এরপর সাইম আইয়ুব (১৭) ও ফখর জামান (২৭) ৪৯ রান যোগ করেন। সাইম আইয়ুবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নুর আহমেদ, পরে ফখর জামানকে ফেরান রশিদ খান। ফলে পাকিস্তান ৫১ রানে তৃতীয় উইকেট হারিয়ে বসে।

এরপর অধিনায়ক সালমান আঘা (২৪), হাসান নাওয়াজ (১৫), মোহাম্মদ নাওয়াজ (২১ বলে ২৫) ও ফাহিম আশরাফ ১৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ১৪১ রান।

রশিদের লেগ স্পিন ঘুর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। রশিদ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ২টি উইকেট নেন ফজল ফারুকী ও নুর আহমেদ, আর একটি উইকেট নেন এএম গাজনফার।

পাকিস্তানের ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। মোহাম্মদ নওয়াজের স্পিনে মাত্র ৩২ রানেই ৫ উইকেট হারিয়ে বসে রশিদ-নাবীরা। পাকিস্তানের এই স্পিনার জোড়া আঘাতে ফিরেন দারয়ুইস রাসুলী (০), আজমতুল্লাহ ওমরজাই (০), এক ওভার পরে এসে ইব্রাহিম জাদরানকে (৯) ফিরিয়ে নাওয়াজ হ্যাট্রিক পূর্ণ করেন। ওভারের চতুর্থ বলেই ফেরান করিম জান্নাত (০)। ফলে আফগানরা ৩২ রানে ৬ উইকেট হারিয়ে পড়ে।

তবে ধ্বংসযজ্ঞ শুরু করেন শাহিন শাহ আফ্রিদি, মাত্র ৭ রানেই রহমতুল্লাহ গুরবাজকে (৫) ফেরান। এরপর আবরার আহমেদ সাদিকুল্লাহ আতালকে (১৩) ফিরিয়ে দেন।

এরপর আফগানিস্তান আর ফিরে আসতে পারেনি। ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় দলটি। রশিদ খান ১৭ রান করে আউট হন।

ব্যাটিংয়ে ২১ বলে ২৫ রান, বোলিংয়ে হ্যাট্রিকসহ ১৯ রানে ৫ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three