ব্রুকের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 32 সেকেন্ড আগে
ব্রুকের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

ব্রুকের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

ব্রুকের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। মার্চ ২০২৩-এর পর বিদেশের মাটিতে এটি ইংলিশদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ৩৫৭ রান। শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি সফরকারীদের। বেন ডাকেট ও রেহান আহমেদ ধীরগতির সূচনার পর দ্রুতই ফিরে গেলে ১১ ওভারে স্কোর দাঁড়ায় ৪০/২। এরপর জো রুট ও জ্যাকব বেথেল ইনিংসের ভার সামলে নেন। স্পিননির্ভর আক্রমণের বিরুদ্ধে তাঁরা ঝুঁকি কমিয়ে রান তুলতে থাকেন। বেথেল করেন ৬৫ রান, আর রুট স্ট্রাইক রোটেশনের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

ইনিংসে গতি আসে হ্যারি ব্রুকের আগমনে। শুরুতে সাবলীল থাকলেও শেষ দিকে তিনি রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান। রুটের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৩ বলে ১৯১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ব্রুক। শেষ পাঁচ ওভারে আসে ৮৮ রান। ৬৫ বলে অপরাজিত ১৩৬ রানের ইনিংসে ব্রুক হাঁকান ৯টি ছক্কা ও ১১টি চার। রুট পূর্ণ করেন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে শতক, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১১ রানে।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা শুরুটা করে আক্রমণাত্মকভাবে। পাওয়ারপ্লেতে পাথুম নিশাঙ্কার ঝড়ো ৫০ রানে স্বাগতিকরা রান তাড়ায় এগিয়ে থাকলেও, তাঁর বিদায়ের পরই ছন্দ হারায় লঙ্কানরা। একের পর এক উইকেট হারিয়ে ১৩১ রানে চার ব্যাটার সাজঘরে ফেরেন।

চার নম্বরে নেমে পাভান রথনায়েকে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। নিজের চতুর্থ ওয়ানডেতেই প্রথম আন্তর্জাতিক শতক তুলে নেন তিনি। স্পিনের বিরুদ্ধে পা ব্যবহার করে আকাশপথে শট খেলায় ছিলেন আক্রমণাত্মক। তবে অন্য প্রান্তে সঙ্গীর অভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি।

ইংল্যান্ডের বোলাররা পরিকল্পিত ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিক সাফল্য পায়। আদিল রশিদ, জেমি ওভারটন, উইল জ্যাকস ও লিয়াম ডসন নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত ৪৭তম ওভারে স্যাম কারানের ইয়র্কারে বোল্ড হন রথনায়েকে (১২১), এবং শ্রীলঙ্কার ইনিংস থামে ৩০৪ রানে।

রথনায়েকের শতক সান্ত্বনার হলেও, ব্রুকের বিধ্বংসী ব্যাটিংই ম্যাচ ও সিরিজের ভাগ্য নির্ধারণ করে দেয়।