রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম রয়েলস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম রয়েলস

রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম রয়েলস

রাজশাহীকে উড়িয়ে ফাইনালে চট্টগ্রাম রয়েলস

ফাইনালের টিকিট যেন অনেক আগেই হাতে তুলে নিয়েছিল চট্টগ্রাম রয়েলস। মাঠে নামার পর সেটারই বাস্তব প্রমাণ দিল শেখ মেহেদি হাসানের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে অনায়াসেই ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও টিকতে পারেনি রাজশাহী। ১৩৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে যায় রাজশাহীর ব্যাটিং লাইনআপ।

দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আসে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ৩৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় তিনি করেন ৪১ রান। তবে মাঝপথে ধস নামা ইনিংসকে কিছুটা রঙিন করে তোলেন আব্দুল গফফার সাকলাইন। শেষ দিকে নেমে মাত্র ১৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের লাগাম হাতে নেয় চট্টগ্রাম রয়েলস। ওপেনিং জুটিতে মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম গড়েন ৭০ বলে ৬৪ রানের জুটি। ৩৮ বলে তিনটি বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন নাইম।

এরপর দ্রুত রান তোলেন হাসান নওয়াজ। ১৪ বলে দুই ছক্কায় তার ব্যাট থেকে আসে ২০ রান। আসিফ আলি করেন ৮ বলে ১১ রান। তবে জয়ের ভিতটা গড়ে দিয়ে মাঠ ছাড়েন ওপেনার মিরাজ বেগ। জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হওয়ার আগে ৪৭ বলে চারটি বাউন্ডারিতে ৪৫ রান করেন তিনি।

শেষদিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন। আমের জামেলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। মাত্র ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন চট্টগ্রাম অধিনায়ক।

এর আগে দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে সিলেট টাইটানস। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী। সেই ম্যাচের বিজয়ী দল শুক্রবার বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।