ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই থামল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
-
2
বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ডব্লিউসিএর উদ্বেগ, বাংলাদেশকে বাদ দেওয়াকে দুঃখজনক মুহূর্ত বলে আখ্যায়িত
-
3
বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ায় প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি আফ্রিদির
-
4
নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
-
5
ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই থামল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান
ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই থামল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান
সুপার সিক্সের মঞ্চেই থেমে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান। ব্যাটিং বিপর্যয় আর লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের নিয়ন্ত্রিত পারফরম্যান্স সব মিলিয়ে বুলাওয়েতে সাত উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো টাইগার যুবাদের।
সোমবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি দল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি অনূর্ধ্ব-১৯ দল, যা এই পর্যায়ের ম্যাচে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার অল্প সময়েই সাজঘরে ফেরেন। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিমের জুটি কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। রিফাত আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও ৩৬ বলে ৩১ রান করে আউট হন।
কিছুক্ষণ পর তামিমও ফিরে গেলে চাপ আরও বাড়ে।
এরপর একই ওভারে একাধিক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। মাঝের ওভারে দ্রুত পতন ঘটে উইকেটের, ৭২ রানের মধ্যেই চার ব্যাটার ফিরে যান। রিজান হোসেনও বড় ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ আব্দুল্লাহ কিছুটা লড়াই দেখালেও অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা মেলেনি।
শেষ দিকে শাহরিয়ার আহমেদ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেই লড়াইও বেশিক্ষণ টেকেনি। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হলে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ইংল্যান্ডের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সেবাস্তিয়ান মরগান, যিনি তিনটি উইকেট নেন। রালফি আলবার্ট ও মানি লামসদেন দু’টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ ও জেমস মিন্টো একটি করে উইকেট তুলে নেন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে একটি উইকেট হারালেও ইংল্যান্ড খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বেন ডাওকিনস ও বেন মায়েসের জুটিতে স্কোর এগোয়। ডাওকিনস বিদায় নিলেও থমাস রিউ দায়িত্ব নিয়ে খেলেন। মায়েসের সঙ্গে তার জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয়ে যায়।
থমাস রিউ অপরাজিত থেকে ৫৯ রানের ইনিংস খেলেন। শেষ দিকে কালাব ফালকানোর ব্যাটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড, হাতে রেখে দেয় ১৫৫ বল।
বাংলাদেশের পক্ষে আল ফাহাদ দুটি উইকেট নেন, একটি উইকেট শিকার করেন সামিউন বশির রাতুল। এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হলো, একই সঙ্গে সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনাও বন্ধ হয়ে গেল।
