৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ডব্লিউসিএর উদ্বেগ, বাংলাদেশকে বাদ দেওয়াকে দুঃখজনক মুহূর্ত বলে আখ্যায়িত
-
2
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
-
3
বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ায় প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি আফ্রিদির
-
4
নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
-
5
ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার কেইন রিচার্ডসন পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সে এসে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পথচলার ইতি টানলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলা এই পেসার ছিলেন ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য।
ঘরোয়া ক্রিকেটে নর্দান টেরিটরি ও সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন রিচার্ডসন। ২০০৮–০৯ মৌসুমে লিস্ট–এ ক্রিকেটে অভিষেকের পর ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।
বিগ ব্যাশ লিগে (বিবিএল) রিচার্ডসনের ক্যারিয়ার ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্টের প্রতিটি আসরেই খেলা অল্প কয়েকজন ক্রিকেটারের একজন তিনি। ছয় মৌসুম অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার পর ২০১৭–১৮ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসে যোগ দেন রিচার্ডসন, যেখানে টানা আট মৌসুম খেলেন। ২০২৫–২৬ মৌসুমের আগে এক বছরের চুক্তিতে সিডনি সিক্সার্সে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। বিবিএলে ১৪২ উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ক্যারিয়ার শেষ করলেন এই পেসার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছিলেন রিচার্ডসন পরিচিত মুখ। বিশ্বের বিভিন্ন লিগের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন তিনি।
অবসরের ঘোষণায় রিচার্ডসন বলেন, “২০০৯ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মনে হয় নিজেকে নিংড়ে শেষ পর্যন্ত দিয়েছি। জীবনের এই আনন্দের অধ্যায় শেষ করার এটাই সঠিক সময়।”
তিনি আরও বলেন, “দেশের হয়ে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। প্রতিটি সুযোগই আমি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আশা করি দর্শকেরা দেখেছেন, ডারউইনে বড় হওয়া একটি ছেলের শৈশবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া।”
