নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে-
1
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
-
2
বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ডব্লিউসিএর উদ্বেগ, বাংলাদেশকে বাদ দেওয়াকে দুঃখজনক মুহূর্ত বলে আখ্যায়িত
-
3
বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ায় প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি আফ্রিদির
-
4
বিসিবি সংকট সামাল দিতে ফেরালেন সাকিব
-
5
নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
নিউজিল্যান্ডকে চাপে ফেলে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় ভারতের
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয়ে সিরিজে অপ্রতিরোধ্য লিড নিল ভারত। অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী অর্ধশতকে ভর করে মাত্র ১০ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলে ভারত, জিতে নেয় ৮ উইকেটে।
রবিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫৩ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া মার্ক চ্যাপম্যান ৩২ ও মিচেল স্যান্টনার ২৭ রানের অবদান রাখেন। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জসপ্রীত বুমরাহ, যিনি ৩ উইকেট নিয়ে মাত্র ১৭ রান দেন। হার্দিক পান্ডিয়া (২/২৩), রবি বিষ্ণোই (২/১৮) ও হর্ষিত রানা (১/৩৫)ও নিয়ন্ত্রিত বোলিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। অভিষেক শর্মা মাত্র ২০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি ২৬ বলে করেন ৫৭ রান। মাত্র দুই উইকেট হারিয়ে ১০ ওভারেই ১৫৫ রান তুলে নেয় ভারত।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত এবং বাকি ম্যাচগুলির আগেই সিরিজ জয় নিশ্চিত করল।
