সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম

সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম

সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডকে স্পষ্ট বার্তা দিলেন তামিম

সম্প্রতি সাকিব আল হাসানকে আবারো দেশের ক্রিকেটে ফেরানো নিয়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দেশের ক্রিকেটের এই কঠিন মুহূর্তে সাকিবকে ফেরাতে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। এবার এই ব্যাপারে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

অফ স্ক্রিন উইথ সাঈদ জামান পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে তামিম, সাকিবের প্রসঙ্গে বলেন "সে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ হিসেবে সে সবচেয়ে বড় এখানে কোনো সন্দেহ নেই।"

তবে সাকিবকে ফেরানোর ব্যাপারে বোর্ডের কাছে তামিমের স্পষ্ট বার্তা, "যদি সরকার সবুজ সংকেত দিয়ে থাকে, সবদিক থেকে সব ঠিক থাকে, তাহলে আপনারা যদি মনে করেন সে সক্ষম, তাহলে তাকে খেলান। আর যদি এটা শুধু লোক দেখানো বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে এই কাজটা করবেন না।"

তামিম আরো বলেন, "একজন ক্রিকেটার হিসেবে সে এই সম্মানটাই প্রাপ্য। তার সঙ্গে এ ধরনের… নোংরামি বলবো না, কিন্তু এ ধরনের স্টান্টবাজি না করলেই ভালো।"

সাকিবের সাথে তামিমের দ্বন্দ্বের কথা গণমাধ্যমে কম আলোচিত হয়নি। এবারও সেই দ্বন্ধের কারণ জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে তামিম বলেন, "সত্যি বলতে আমি জানি না। আমার জন্য এটা বলা খুব কঠিন যে এমন কোনো একটা ঘটনা ঘটেছিল, বা কোনো ঝগড়া হয়েছিল, বা কোনো কথা কাটাকাটি হয়েছিলএ ধরনের কিছু আমাদের মধ্যে কখনো হয়নি। এটা বলা খুব কঠিন। আমি আসলে এমন কোনো ঘটনা মনে করতে পারি না, যার কারণে এটা হয়েছে। কিন্তু কোনোভাবে এটা হয়ে গেছে। এটা তো আর অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু ঘটনা যতটা দেখানো হয়, ততটা না।"